সকাল নারায়ণগঞ্জ
ঢাকা জজ কোর্টে মামলার হাজিরা দিয়ে ফেরার পর কারাগারে প্রবেশের সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর বন্দি হাজতি বুলবুল ইসলামের দেহ তল্লাশি করে গাঁজা-ইয়াবা ও পাঁচটি মোবাইল ফোন পাওয়া গেছে।
রোববার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কারাগারের প্রধান ফটকে তল্লাশি করে এসব জব্দ করে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার তরিকুল ইসলাম জানান, রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি হাজতি বুলবুল ইসলামকে হাজিরা দেওয়ার জন্য ঢাকা জজ কোর্টে পাঠানো হয়।
তিনি জানান, হাজিরা দিয়ে বুলবুল ইসলামকে কাশিমপুর কারাগারে নিয়ে আসা হলে কারাগার-১-এর প্রধান ফটকে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভেতর থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ সেগুলো জব্দ করে।
তিনি আরও জানান, বুলবুল ঢাকার দারুস সালাম থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০১৫ সালর ১৫ জুলাই এখানে স্থানান্তর করা হয়। একই থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তবে জেল কোড অনুযায়ী ওই হাজতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।