সকাল নারায়ণগঞ্জ
নাড়ির টানে বাড়ি যেতে ঈদের আগে থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিড় করতে দেখা গেছে বাড়িগামী মানুষদের। তবে রাজধানী থেকে ছেড়ে যাওয়া বাসগুলো যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত, এমনকি কোথাও দ্বিগুণ টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে এসি বাসগুলোতে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে যাত্রীদের সাথে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের এ অভিযোগ পাওয়া যায়।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, এবার ঈদে নতুন করে ভাড়া নির্ধারণ করেনি সরকার। তাই সাধারণ ভাড়া ঈদেও কার্যকর থাকার কথা যা সরকার নির্ধারিত। কিন্তু এবারও সেই নিয়মের তোয়াক্কা করছেন না পরিবহন কর্তৃপক্ষ। এদিকে এসি বাসের জন্য সরকারের পক্ষ থেকে আগে থেকেই কোনো ভাড়া নির্ধারিত না থাকায়, এসব বাসে ইচ্ছামতো ভাড়া আদায় করছে পরিবহনগুলো।
পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্যে, ঈদের সময় রাজধানীর বাইরে থেকে বাসগুলো ফিরে আসার সময় পুরোপুরি যাত্রীশূন্য হয়ে আসতে হচ্ছে। সেই ক্ষতি পুষিয়ে নিতেই এই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
রাজধানীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনালে থেকে ছেড়ে যাওয়া নন-এসি পরিবহনগুলোতে কোথাও ৫০ শতাংশ, কোথাওবা ৪০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে।
শ্যামলী পরিবহণের এক মালিকের দাবি, সাধারণ সময়ে নির্ধারিত এলাকার বাসে চলাচলের সময় আগে নেমে গেলে সে অনুসারেই ভাড়া রাখা হতো। কিন্তু ঈদের সময় যাত্রী যেখানেই নামুক, পুরো ভাড়া রাখা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি জানান, টেকনাফের বাসে করে কেউ কক্সবাজার গেলে টেকনাফের ভাড়াই দিতে হবে। তিনি বলেন,”যাত্রীদের বোঝানো হচ্ছে বিষয়টি। মালিকদের দিকটাও তো দেখতে হবে।”
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো আইনগত ও নৈতিক সুযোগ নেই। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।