সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রুপালী এলাকাস্থ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটটি বেশ জমে উঠেছে এমনটাই বলছেন হাট দেখতে যাওয়া স্থানীয় জনতা ও বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা।
এই হাটের ইজারাদার হচ্ছে মোহাম্মদ মমিন। এই হাটে ১০মন ওজনের একটি গরু উঠেছে বলে সবাই ভীড় করছে এই হাটে। সূদূর পাবনা জেলার কইটলা গ্রাম থেকে বেপারী জাহাঙ্গীর আলম মিয়া ট্রলার যোগে ২৬টি গরু নিয়ে আসেন এই হাটে। তবে ২৬টি গরুর মধ্যে এই গরুটি সেরা।
বেপারী এই গরুটির নাম রেখেছেন বাদশা বাবু। বিক্রির জন্য দাম হাকিয়েছেন ১৫লক্ষ টাকা। বাদশার পাশাপাশি অন্য খামারি গরু এনেছেন। তবে এখনো গরুর হাটের প্রস্তুতি শেষ হয়নি।
হাটের দায়িত্বে থাকা কর্মচারীরা বলছেন, রোববার (৩ জুলাই) থেকে হাট জমতে শুরু করেছে। যার মধ্যে বাদশাবাবু অন্যতম। তবে বেশিরভাগ ফ্রিজিয়ান জাতের।