সকাল নারায়ণগঞ্জ
শুধু অভিজাত শপিংমলেই নয়। ঈদকে কেন্দ্র করে নারায়নগঞ্জ শহরের ফুটপাতেও জমে উঠছে বেচাকেনা। পোশাকের দাম একটু বেশি হলেও নাগালের মধ্যেই রয়েছে বলে মনে করছেন ক্রেতারা। বিক্রিও আগের চেয়ে বেড়েছে বলে জানান বিক্রেতারা।
নারায়ণগঞ্জ শহরের ফুটপাতজুড়ে হরেক রকমের পোশাক সাজিয়ে বসেছেন দোকানিরা। সাধ ও সাধ্যের হিসাব মেলাতে এই দোকানগুলোতে ভিড় করছেন অনেক মানুষ। সন্তানের পাশাপাশি নিজেদের জন্যও পছন্দসই কেনাকাটা করছেন।
তবে পণ্যবাজারে উচ্চমূল্যের মধ্যে অনেকটাই স্বস্তির কথা জানান এখানে আসা ক্রেতারা। অন্যান্য মার্কেটের তুলনায় দাম অনেকটাই নাগালের মধ্যে রয়েছে বলে জানান তারা।
ক্রেতারা বলেন, শপিংমলগুলোতে দাম অনেক বেশি। সে তুলনায় ফুটপাতে কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায়।
ফুটপাতের দোকানে আসা এই ক্রেতাদের বেশির ভাগই নিম্নআয়ের। আর ঈদকে ঘিরে তাদের নাগালের দামেই নিত্য নতুন সব পোশাক এনেছেন ব্যবসায়ীরা। বিক্রি বাড়লেও দাম কিছুটা বেশি হওয়ায় ক্রেতার সঙ্গে বিক্রেতার দর-কষাকষি চলছেই।