সকাল নারায়ণগঞ্জ
সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী অসহায় মানুষদের জন্য চিড়া, মুড়ি. বিস্কুট, খেঁজুরের গুড়, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন ও অন্যান্য জরুরী ঔষুধ নিয়ে পৌছে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মতিউর রহমান মতি।
বৃহস্পতিবার (২৩ জুন) সিলেটে উপস্থিত হয়ে ট্রলারযোগে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এ ত্রাণ সহায়তা নিজ হাতে পৌঁছে দেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহবায়ক মতিউর রহমান।
এমপি একেএম শামীম ওসমানের নির্দেশে ব্যক্তিগত অর্থায়নে তিনি এই মহতি উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন।
এসময় প্রতি প্যাকেটে চিরা ২ কেজি, মুরি ১ কেজি, মিঠাই ২ কেজি, বিস্কুট ২ কেজি, ১০ পিস ওরস্যালাইন, ৫ লিটার বিশুদ্ধ খাবার পানি সহ মোট ১ হাজার বস্তা শুকনো খাবার বিতরন করা হয়েছে সিলেট জেলার সুনামগঞ্জ দিরাই উপজেলার বিভিন্ন এলাকায়।
উল্লেখ্য, বিগত সময়েও বিভিন্ন জেলায় বন্যার্তদের জন্য নিজ অর্থায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মতিউর রহমান মতি। এছাড়া করোনাকালীন সময়ে অভুক্ত অসহায় মানুষদের ঘরে ঘরে ফটোসেশন বিহীন ত্রাণ ও অর্থ সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি। এসব সহযোগিতার বেশিরভাগই তার নির্বাচনী এলাকার বাইরে, এমনকি বিভিন্ন জেলায় পৌঁছে দিয়েছেন। শুধুমাত্র ভোটের রাজনীতিতে বিশ্বাসী নন তিনি, তার কাছে মানবতাই সবচেয়ে বড় রাজনীতি ও সবচেয়ে বড় ধর্ম। ফলে বরাবরই যে কোনো দূর্যোগপূর্ণ সময়ে দেশের মানুষের পাশে থেকেছেন কাউন্সিলর মতিউর রহমান মতি।