সকাল নারায়ানগঞ্জঃ এক গার্মেন্টস কর্মীকে (২১) গণধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী গার্মেন্টস কর্মী সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল, পটুয়াখালীর গলাচিপা থানার রতনপুর এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সোহান হাওলাদার (২১) ও কুমিল্লার দাউদকান্দির ভবানীপুর এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মেহেদী হাসান (১৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গার্মেন্ট কর্মী ও অভিযুক্তরা আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকুরি করে। চাকুরীর সূত্রে সোহান হাওলাদারের সঙ্গে ওই গার্মেন্ট কর্মীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ওই গার্মেন্ট কর্মীর সঙ্গে সোহান হাওলাদারের বিয়ের বিষয়ে কথা বলার জন্য ২৬ ডিসেম্বর মেহেদী হাসান সিদ্ধিগঞ্জস্থ তার বোনের আটি হাউজিংয়ে বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে প্রথমে সোহান হাওলাদার ও পরে মেহেদী হাসান তাকে ধর্ষণ করে।