সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
নারায়ানগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এস ও রোড এলাকায় মা সুফিয়া জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ।
রোববার (২৯ মে) এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় স্যানিটারি প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান জানান, হাসপাতালটি পরিদর্শনের সময় ফিজিশিয়ান স্যাম্পল ওষুদের গায়ে মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় ৫০ হাজার টাকা, সেবার মুল্য তালিকা না থাকায় ৩৯ ধারায় ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
তিনি আরো জানান পরিদর্শন কালে হাসপাতালে কর্মরত ৩ জন নার্সের কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়াও হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ সার্জারি ব্লেড পাওয়া যায় এবং দীর্ঘদিন যাবত হাসপাতালটি চরম অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের সেবা প্রাদান করে আসছিলো। একই সঙ্গে হাসপাতালের ত জন নার্স এর কোন কাগজপত্র নাই।