সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড জোরে গাছের সঙ্গে ধাক্কা খায় একটি বাস। আজ রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার এলাকায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৮ জন। পরে আরও দুজন মারা যান। নিহতদের নাম-পরিচয় উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।
জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল যমুনা লাইন পরিবহনের বাসটি। এরপর উজিরপুরের সানুহার এলাকা অতিক্রম করার সময় ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ এসে বাসের ভেতর থেকে ৮ মরদেহ উদ্ধার করে। সকাল ৯টার দিকে পাশের ডোবায় পাওয়া যায় আরও একটি মরদেহ। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।
দুর্ঘটনায় বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ। আহত ২০ জন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে একজন মারা গেছেন, অর্থাৎ বর্তমানে চিকিৎসাধীন ১৯ জন।