সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
নারায়নগঞ্জ শহরের বন্দর থানার সাবদী এলাকায় দিনের বেলা স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে ছাত্র-ছাত্রীরা অবাধে বিচরণ করছে, তারা ছেলে ও মেয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে।
এ আড্ডা অনেক সময় আপত্তিকর পর্যায়ে গিয়েও পেঁৗছে।
সাবদী স্থানীয় এলাকা বাসীর দাবি বিভিন্ন স্কুল কলেজের পোশাক পড়ুয়া ছাত্র এবং ছাত্রীরা একসাথে দলবেধে স্কুল ও কলেজ সময় ফাঁকি দিয়ে সাবদী বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও আড্ডা মারতে দেখা যায়।
বন্দর থানার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে বড় সাবদী।
এখানে মানুষ অবসর সময়ে বেড়াতে আসে অবকাশ যাপনের জন্যে। শুধু নারায়নগঞ্জ জেলাই নয়, অন্যান্য জেলা থেকেও প্রচুর মানুষ নারায়নগঞ্জের এই প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় ঘুরতে আসে।
ভ্রমণ পিপাসু মানুষের কাছে এ স্থানটি খুবই পছন্দের। কিন্তু দেখা গেছে যে, সময়টি মোটেই বেড়ানো বা ঘোরাফেরার উপযুক্ত সময় নয়, এ সময়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা সাবদী এলাকায় আড্ডা দেয়। সে সময়টি হচ্ছে দিনের বেলা ক্লাস ফাঁকি দিয়ে।
দেখা গেছে যে, তারা স্কুল-কলেজের ড্রেস পরা এবং কাঁধে ব্যাগ ঝুলানো অবস্থায় আড্ডারত। স্পষ্টই বুঝা যাচ্ছে যে, তারা ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসেছে। সাথে ছেলেদের মেয়ে বন্ধু এবং মেয়েদের ছেলে বন্ধুও থাকে।
এরা পুরো ক্লাস টাইমটা এখানে থেকে পরে ক্লাস সময় যখন শেষ হয় তখন বাসা বাড়িতে যায়। বাবা-মা তো মনে করেন তার সন্তান স্কুল-কলেজ থেকেই এসেছে।
আবার দেখা গেছে যে, এই টিনএজের ছেলে-মেয়েরা এই সময়ে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডদের নিয়ে নৌকা বা ট্রলারে করে ঘুরতে যায়। এই আড্ডা এবং ঘোরাঘুরিটাই আপত্তিকর পর্যায়ের।
সাবদী এলাকায় ক্লাস ফাঁকি দিয়ে ছাত্র-ছাত্রীদের আড্ডা দেয়ার বিষয়টি এখন প্রতিদিনই দেখা যাচ্ছে।
টিনএজ ছেলে-মেয়েদের এ অনৈতিক ও আপত্তিকর আড্ডার বিষয়ে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সতর্ক হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন সচেতন অভিভাবকরা।