সকাল নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (১৭ এপ্রিল) র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা থানার লারির চর গ্রামের বাসিন্দা মো. জালাল হোসেন (৩৮) ও একই জেলা সদর থানার কালিয়াজুরি গ্রামের মো. মাইনুল হোসেন (৪১)।
র্যাব জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে কুমিল্লা হতে নারায়ণগঞ্জ এর দিকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল এবং গাঁজা এর চালান বহন করে নিয়ে আসছে। পরে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন ও তল্লাসীর মাধ্যমে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন যাত্রীবাহী বাসযোগে কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা ক্রয় করে নারায়ণগঞ্জ এর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।