সকাল নারায়ণগঞ্জঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে ০২ জন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীকে বিদেশী পিস্তল ও রিভলবারসহ গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ৩টা ২৫ মিনিটের সময় এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি বিদেশী রিভলবার, ০১ টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি, ০১ টি মোবাইল এবং নগদ ৫,৯৬০/-টাকাসহ অস্ত্রধারী শীর্ষ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার মোঃ ফয়সাল হোসেন (২৮) ও একই জেলার মোঃ আমির উদ্দিন (৪৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে অবৈধ অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় দীর্ঘদিন ধরে চাদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। সাধারণ মানুষের সম্পত্তি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা, জুয়ার কারবার প্রভৃতি অপরাধের সাথে তারা জড়িত।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে র্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।