সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক সিরাজউদৌল্লা মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাত পাল্টাপাল্টি ওয়াজ মাহফিলের কর্মসূচি ঘোষণা করে। এ বিষয়ে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশংঙ্কায় উপজেলা প্রশাসন উভয় পক্ষের কর্মসূচি বাতিলের নির্দেশনা দিয়েছেন।
সূত্রমতে জানাযায়, আগামী শুক্রবার ১১ ফেব্রুয়ারি বাদ আছর দারুল উলূম মাদ্রাসা বন্দর নারায়ণগঞ্জ তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশের অনুসারীরা। এরপর ঐ একইস্থানে ও সময়ে বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাত সুলতানুল হিন্দ আতায়ে রাসূল হযরত খাজা মহিউদ্দিন চিশতী (রাঃ) এর স্মরণে ওয়াজ ও সুন্নী মহা সমাবেশের আয়োজন করে।
উভয় পক্ষ একই স্থানে এবং একই সময় ওয়াজ মাহফিল ঘোষণা করায় আইন শৃঙ্খলা অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এই মর্মে মাননীয় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বন্দর থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপে উভয়ের ওয়াজ মাহফিল কর্মসূচি বাতিল করার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে গণমাধ্যম কর্মীকে জানান, আমরা উভয় পক্ষের ওয়াজ মাহফিল ঘোষণার বিষয়টি অবগত হয়েছি। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশংঙ্কায় ইউএনও মহোদয় স্যারের নির্দেশনায় উভয়ের কর্মসূচি সাময়িক বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
আশা করি উভয়পক্ষ আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাদের নিজ নিজ কর্মসূচি বাতিল করে সমাজে শান্তি রক্ষায় সহযোগিতা করবে।