1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
ইসদাইর সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত দাবা লীগের সমাপনী অনুষ্ঠিত - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন, নেই শৃঙ্খলাপ্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড বৃষ্টিতে ভিজেও মানবিক সচেতন মূলক কাজ করে যাচ্ছেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা  সকাল নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে দিপা হাসেম এর জন্মদিনে শুভেচ্ছা বন্দরে আতাউর রহমান মুকুলের ওপর  হামলা, এড. মতিনের তীব্র নিন্দা এখন সময় দেশ মাতৃকার সেবা করার” — ডা. মজিবুর রহমান হজ শেষে দেশে ফিরলেন ৬০,৫১৩ হাজি মহররম ও আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক কি? রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ায় চার দলীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির

ইসদাইর সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত দাবা লীগের সমাপনী অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১৫৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, দাবা বুদ্ধিমত্তার খেলা। আমাদের তরুণ সমাজ যদি এই ৮টি দলের এগিয়ে আসে তাহলে অন্যান্য খেলার মতো নারায়ণগঞ্জ দাবায় সারাদেশকে ছাপিয়ে যাবে। যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছে এবং যারা আজকে রানার আপ হয়েছে দুই দলকেই অভিনন্দন। আমরা আমাদের সন্তানদের দেখাতে চাই খেলাধুলা করলে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ যা কিছু মন্দ সব থেকে দূরে থাকা যায়। এবং এসময়টাতে শরীর ও মন গঠন করা সম্ভব।

 
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে ইসদাইর সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত দাবা লীগের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 


তিনি বলেন, এসব খেলাধুলা আমাদের সন্তানদেরকে ভালো ম্যাসেজ দেয়, খেলার মধ্যে এবং সাংস্কৃতিক দিক দিয়ে থাকলে ভালো সমাজ গঠন ও আলোকিত মানুষ বিনির্মাণ করা সম্ভব।

যেটির স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা চাই আমাদের দাবায় নারায়ণগঞ্জ এগিয়ে যাবে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্নের বাংলাদেশ যেটি ২০৪১ সালে বিনির্মাণ হবে। তাতে নারায়ণগঞ্জ খেলাধুলা ও সাংস্কৃতিক দিক দিয়ে অগ্রণী ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি আলোকিত দাবা লীগ আয়োজিত হয়েছে। এ জন্যে পুলিশ সুপারসহ এর সাথে যারা জড়িত ছিলো সবাইকে ধন্যবাদ জানাই। কয়েকদিন আগে আমরা ডিআইজি মহোদয়ের উপস্থিতিতে ভালো ভলিবল টুর্নামেন্ট দেখেছি। যাতে ঢাকাকে পরাজিত করে নারায়ণগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছিলো। আমরা আমাদের সার্কিট হাউজটাকে একটু সাজিয়েছি যাতে আমরা একটি মাল্টি কোর্ট করেছি। যাতে ব্যাডমিন্টন, টেনিস এবং বাস্কেটবল খেলা যাবে। জেলা ক্রীড়া সংস্থা বা অন্য কোনো সংস্থা যদি কোনো প্রতিযোগীতার আয়োজন করতে পারে তাহলে এ কোর্ট তারা ব্যবহার করতে পারে। আমরা চেষ্টা করছি ১৪ বা ১৮ তারিখে একটি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের। সেটাকে আমরা জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট নাম দিয়েছি।

নারায়ণগঞ্জের যারা ব্যাডমিন্টন খেলোয়াড় আছেন তাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। 


বক্তব্য শেষে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চেস বিডি, রানার আপ নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার ও ৩য় স্থান অধিকারী ঈগল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন তিনি। 


এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, বিসিবি পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, মোস্তফা কাউছার, সদস্য আরিফ মিহির প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL