সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
উদ্বোধনকালে সর্বপ্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন মেডিকেল অফিসার মাহির আনজুম অনন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, ডাঃ মনোয়ার সাদাত প্রমুখ।