সকাল নারায়ণগঞ্জঃ
ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি আপলোড করায় আটক গালিব হাসনাত নামের এক তরুনকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট নুরুননাহার ইয়াসমিন এই রিমান্ড আদেশ দেন।
এর আগে পুলিশ মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে প্রেরণ করে সাত দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন
রিমান্ডকৃত গালিব (২০) বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় বন্দরের ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে বন্দর থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার বিকেলে পুলিশ গালিব হাসনাতকে গ্রেফতার করে।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান
তিনি জানান, গালিব হাসনাত ২৮ জানুয়ারি তার গালিব হাসনাত (বেয়াদব) নামের ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অপত্তিকর ছবি আপলোড করে ভাইরাল করে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর সম্মানহানী করে।এ ঘটনায় পুলিশ অাটক গালিবকে ৭ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করলে আদালত শুনাণী শেষে ১ দিন মঞ্জুর করেন।