সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের বিখ্যাত ৫নং মাছ ঘাটের ৩ নং মাছ ঘাটে পুলিশের নাকের ডগায় চলছে মুসার ও টাকলা মনিরের অবৈধ রমরমা জুয়ার আসর।
এই মাছ ঘাটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে চলছে জমজমাট এই জুয়ার আসর। এই আসরে জুয়া খেলে সর্বহারা হচ্ছে গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, পরিবহন শ্রমিক ও এলাকার উঠতি বয়সী যুবকেরা।
প্রতিদিন সকাল থেকে সারারাত পর্যন্ত চলে এই জুয়ার আসর। শ্রমিক দলের নাম বিক্রি করে চলছে এই রমরমা জুয়ার আসর। এই সকল নাম ধারী শ্রমিক নেতাদের কারণে দিন দিন বিএনপি’র সুনাম বাড়ছে না কমছে তা বলার অপেক্ষা রাখেনা। এই সকল লোক সাধারন মানুষের সংসারে শান্তি লুটে নিচ্ছে। এদের জন্যই আজ আলোকিত যুবসমাজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে।
অভিযোগ পাওয়া গেছে, এই জুয়া খেলায় হেরে যাওয়া কিশোররা সারারাত জুয়ায় হেরে ভোরে পথচারীদের কাছ থেকে ছিনতাই করে।
বার বার গ্রেফতার হওয়ার পরেও তাদের এই জুয়ার আসর যেন কোন ভাবেই থামছে না। প্রশাসন কেন পারছে না তাদের থামাতে জনমনে এই প্রশ্ন?
স্থানীয় জনসাধারণরা জানান, মুসা ও টাকলা মনির বাহিনীর মাদক ও জুয়ার কারবারে তারা অতিষ্ঠ। দ্রুতই প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মাধ্যমে মুসা ও টাকলা মনিরের পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।