সকাল নারায়ণগঞ্জঃ
মহান বিজয় দিবস উপলক্ষে খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ফতুল্লা পারিবারিক মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হবে। এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি ও খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিনা সুলতানা শিউলী।
মেডিভিশন আই হসপিটালের স্বনামধন্য ডাক্তার দ্বারা বিনামূল্যে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চোখ ও চিকিৎসা সেবা এবং সানি রোগী বাছাই করা হচ্ছে ফাউন্ডেশন এর চেয়ারম্যান সেলিনা সুলতানা শিউলি বলেন খন্দকার লুৎফর স্বপন ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা একের পর এক কর্মসূচি রেখে মানুষের সেবা করার জন্য নিয়োজিত রয়েছি কয়দিন যাবত যেভাবে শীতের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে তাই আমরা উদ্যোগ নিয়েছি আগামী ২৭ শে ডিসেম্বর খন্দকার লুৎফর স্বপন সাহেবের জন্মবার্ষিকী উপলক্ষে মানুষের মাঝে শীতবস্ত্র ও রান্না করা খাবার এবং মাদ্রাসার ফান্ডে অর্থ বিতরণ করা হবে।
আজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে চোখ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এভাবে আমরা প্রতি মাসে একের পর এক কর্মসূচি রেখে এ ফাউন্ডেশনকে আরো এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদের সুখে-দুখে মানুষের কল্যাণে যেন পাশে থাকতে পারি।