সকাল নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী নারায়ণগঞ্জ নদী ঘাতকদের হামলার শিকার মৃত প্রায় কংস নদীর তীরে রেকমত আলী উচ্চবিদ্যালয়ের পাশে কবি ও ডাঃ কাজী মোস্তাফিজুর রহমান এর চেম্বারে ২১শে আশ্বিন ১৪৩০,৬ ই অক্টোবর মাঝামাঝি শুক্রবার বিকেলে
কবি ও সংগঠক কাজী নাজিম উদ্দীন সুমন এর সার্বিক সহযোগিতায় ও তারই প্রতিষ্ঠিত আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদ আয়োজিত ২৬ তম সাহিত্য সভা আয়োজন করা হয়েছে।
সাহিত্য সভাটি আশ্বিনের ভেজা শারদীয় সম্ভাষণে কবি ইকবাল হোসেন রোমেছের সঞ্চালনায় হাফেজ মাওলানা জেহাদ এর আপ্যায়ণ পরিচালনায় প্রাণবন্ত হয়ে উঠে।
উক্ত অনুষ্ঠানে যাদের জন্মদিন পালন করা হয় এবং যারা জন্মদিন এর উপহার পেলেন তারা হলেন প্রখ্যাত কবি ও সাংবাদিক,জাতীয় দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক,চলচ্চিত্রকার সাব্বির আহমেদ সেন্টু,কবি ও ডাক্তার কাজী মোস্তাফিজুর রহমান,কবি শম্পা ইসলাম মিনা,কবি সাদিয়া শারমিন মুক্তা,কবি হাকিম মোঃ জয়নাল আবেদীন।
উক্ত অনুষ্ঠানে কবিতা ও আলোচনা করেন প্রধান অতিথি কবি ও প্রফেসর আমির হোসেন,কবি সাব্বির আহমেদ সেন্টু,বিশেষ অতিথি কবি আমিনুল ইসলাম মামুন,বিশেষ অতিথি কবি নূর জাহান নীরা,বিশেষ অতিথি কবি আবুল কাসেম,কবি মোঃ উজ্জ্বল হোসেন,ফারুক হোসেন স্বপন, সাংবাদিক
ইউসুফ আলী প্রধান,কবি ওমর ফারুক আল মামুন,শম্পা ইসলাম মিনা,কবি সোনিয়া আহমেদ,হাকীম মোঃ জয়নাল আবেদীন,কবি হালিম উল্লাহ টিটু,কবি ইকবাল হোসেন রোমেজ,কবি কাজী নাজিমুদ্দিন সুমন,কবি ডাঃ কাজী মোস্তাফিজুর রহমান,কবি এডভোকেট বিল্লাল হোসেন,ফয়সার আহমেদ,
কবি মোঃ আবুল কাসেম,কবি মোঃ নূরুল ইসলাম বাদল,কবি চান মিয়া চান্দু,ইয়াকুব কামাল।