সকাল নারায়ানগঞ্জঃ পুলিশের বিশেষ অভিযানে বন্দর উপজেলায় পৃথক স্থান থেকে ৩৫ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার কুশিয়ারা ব্রীজ ও শাহী মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো, বন্দর ভদ্রসন এলাকার বাদশা মিয়ার ছেলে সুমন এবং বন্দর বাড়ৈইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পলাশ।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, অভিযানে সুমনের নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পলাশের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে পুলিশ। যার মামলা নং- ৩৫(১)২০ ও ৩৬(১)২০।