1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
আইনজীবী সমিতির নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এডঃ মাহবুব - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পুণ্য স্নানোৎসব পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফুলেল শুভেচছা জানালেন ডিআইজি আওলাদ হোসেন ও এসপি প্রত্যুষ কুমার গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে ৩ ট্রাক ব্যানার ও সাইনবোর্ড অপসারন  “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করলেন ডিসি ও এসপি না:গঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ ইব্রাহিম হোসেনের যোগদান মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসবের ব্রিফিং প্যারেড সম্পন্ন”  লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নানের শেষ পর্যায়ের প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন ডিসি কাশীপুরে রায়হান বাবুর টর্চার সেলে পাভেলকে রাতভর নির্যাতণ পরে গুলি করে হত্যা না:গঞ্জ জেলা পুলিশের পবিত্র ঈদুল ফিতর উদযাপন ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের মাঝে টিম খোরশেদের শুভেচ্ছা বিনিময় ও নাস্তা বিতরণ 

আইনজীবী সমিতির নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এডঃ মাহবুব

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ১৯২ Time View
আইনজীবী সমিতির নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এডঃ মাহবুব
আইনজীবী সমিতির নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এডঃ মাহবুব (ছবি সংগ্রহীত)

সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডঃ মোঃ মাহবুবুর রহমান জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থী এডঃ মাহবুব বুধবার দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে জেলা ও দায়রা জজ আদালতের সামনে সাংবাদিকদের এ কথা বলেন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডঃ মো. মাহবুবুর রহমান জানান, আমার সততার জন্যই আমাকে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ একটি পদে প্রার্থী করা হয়েছে। এ সততা ও নিষ্ঠার জন্যই আমি জয়লাভ করবো ইনশা’আল্লাহ। এজন্য আমি সকলের নিকট দোয়া ও সহযোগীতা চাই।

তিনি বলেন, আমরা (আওয়ামী পন্থী আইনজীবীরা) শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছি। ভোট শান্তিপূর্ণ হবে এবং নিরঙ্কুশ জয়ের ব্যাপারে আমরা পূর্ণ প্যানেল আশাবাদী।

বিভিন্ন অপপ্রচার সম্পর্কে জানতে চাইলে এডঃ মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচনী কৌশলের অংশ হিসাবেই বিরোধী পক্ষ আমাদের সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এগুলো নির্বাচনী কৌশল ছাড়া আর কিছুই নয়।

মাহবুব বলেন, আমি এর আগে তিন বার নির্বাচন করে জয়লাভ করেছি। গতবারের নির্বাচনসহ দুইবার যুগ্ম সম্পাদক হিসাবে জয়লাভ করে দায়িত্ব পালন করেছি। এর আগে ২০১২-১৩ সালের নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে জয়লাভ করেছি।

এছাড়া সিনিয়র আইনজীবী এডঃ জালাল উদ্দিন ভুইয়ার অধীনে ২০০৫ সাল থেকে তিনি আইন পেশা শুরু করেন বলেন জানান।

সবশেষে তিনি সকলের নিকট দোয়া ও সহযোগীতা প্রার্থনা করেন।

উল্লেখ্য, সম্মিলিত আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রচারণায় জমে উঠেছে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন। আগামী ২৯ জানুয়ারী ২০২০-২১ সালের আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL