বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচ দিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাতারের যাত্রা শুরু করবে।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকলেও তাই সার্বিয়াকে নিয়ে সতর্ক ব্রাজিল। গত বিশ্বকাপে ইউরোপের দলটিকে তারা হারিয়েছিল ২-০ গোলে।
ব্রাজিলকে এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে। অঘটনের আশায় প্রথম ম্যাচে রক্ষণাত্মক কৌশল বেছে নিতে পারে সার্বিয়া।
সেই রক্ষণ দেয়াল ভাঙতে একাদশে চার ফরোয়ার্ড খেলাতে পারেন কোচ তিতে। আক্রমণভাগে নেইমারের সাথে থাকবেন রিচার্লিসন, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে রাফিনিয়া বলেন, আক্রমণই হবে তাদের শেষ কথা।
টানা ১৫ ম্যাচে অপরাজিত থেকেই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। বিপরীতে বিশ্বকাপে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে সার্বিয়া।