সকাল নারায়ানগঞ্জঃ ফতুল্লায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে হাইভোল্টেজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন স্বামীও। এ ঘটনায় দুইজনই গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার এনায়েতনগর বিসিক এলাকায় একটি ভবনের ছাদের ওপর এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মাহাবুল ইসলাম (২৫)এবং স্ত্রী রনি আক্তার ওরফে খাদিজার (২১)।
জানা গেছে, শরীরের ৯০ শতাংশ দগ্ধ স্বামী মাহাবুল ইসলাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার স্ত্রী দগ্ধ স্ত্রী রনি আক্তার ওরফে খাদিজার (২১) শরীরও ৮০ শতাংশ পুড়ে গেছে। ওই দম্পতি ফতুল্লার মুসলিমনগর এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়ায় থেকে বিসিকের গার্মেন্টে চাকরি করতেন বলে জানা যায়।
বিসিক ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কাজল মিয়া জানান, বেলা সাড়ে ১২টায় স্থানীয় ওহাব সরদারের বাড়ির ছাদে ভেজা কাপড় শুকোতে দিতে এসে ১ লাখ ৩৩ হাজার ভোল্ট তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন মাহবুবের স্ত্রী খাদিজা। এ সময় তাকে বাঁচাতে এসে মাহবুব নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। স্বামীর শরীরের ৯০ ভাগ এবং স্ত্রীর ৮০ ভাগ শরীর জ্বলসে গেছে।