নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ টি লোহার বড় রড, ১ টি প্লাষ্টিকে সাদা ও কালো হাতল যুক্ত স্টিলের চাকু, ১ টি কাঠের হাতল যুক্ত লোহার চাকু, ১ টি ষ্টীলের বাটযুক্ত সুইস গিয়ার চাকু ও ১ টি এস এস পাইপ জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের মৌচাক বাস স্টান্ডের পাকা রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শ নগর এলাকার অনি ম্যাডামের বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ছেলে সাগর (১৯), একই এলাকার ইঞ্জিনিয়ার ইসমাইল মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীনের ছেলে মো. রাব্বি (১৯), একই এলাকার লতিফ মোল্লার বাড়ীর ভাড়াটিয়া মো. আফসুর ছেলে মো. লিমন (১৮), একই এলাকার পারভেজ ভুইয়ার বাড়ির ভাড়াটিয়া মানিক মিয়ার ছেলে আশিক (১৯) ও পশ্চিম বক্সনগরের শাহাজাহান মোল্লার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল রশিদের ছেলে বিল্লাল (১৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এরা বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জে মারামারিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারা পরস্পর যোগাসাজশে বেশ কিছুদিন ধরে পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শণ করে আধিপত্য বিস্তার করছে। এছাড়া এরা সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান মানিক এর সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত পক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।