ফতুল্লায় অনার্স পড়ুয়া ছাত্রী রিতা আক্তার (২৫) এর আত্নহত্যার ঘটনায় প্রেমিক বিশ্বনাথ ঘোষ ওরফে বিষু (২৭) কে গ্রেপ্তার পুলিশ। গ্রেপ্তারকৃত বিষু সদর থানার ডালপট্রি এলাকার গনেশ ঘোষের পুত্র।
বৃহস্পতিবার দিবাগত (৮ সেপ্টেম্বর ) রাতে তাকে সদর থানার নিতাইগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত রিতা আক্তার ফতুল্লা মডেল থানার পাগলা দেলপাড়ার দক্ষিন মাস্টারপাড়াস্থ আলী হায়দারের মেয়ে ও অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
এর আগে ২৮ আগস্ট নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে আত্নহত্যার প্ররোচনার অভিযোগ এনে গ্রেপ্তারকৃত বিষুকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক পলাশ কান্তি জানায়, নিহত রিতা আক্তার মুসলিম অপরদিকে গ্রেপ্তারকৃত বিষু হিন্দু সম্প্রদায়রে। কিন্ত বিষু নিজ পরিচয় গোপন করে গত দুই বছর যাবৎ নিহতের সাথে প্রেম করে আসছিলো।
নিহত তরুনী দুই মাস পূর্বে বিষয়টি জানতে পেরে তার পরিবারের সদস্যদের অবগত করে। এ নিয়ে উভয় পরিবারের সদ্যসরা স্থানীয় ভাবে শালিসী করে। কেহ কারো সাথে যোগাযোগ করবেনা মর্মে সিদ্ধান্ত হয় এবং উভয়কেই অনত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
তারপরও বিষু মোবাইল ফোনের মাধ্যমে মেয়েটির সাথে যোগাযোগ বজায় রাখে এবং বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। এরই মধ্যে ছেলেটি গত এক মাস পূর্বে পারিবারিক ভাবে অনত্র বিয়ে করে। বিষয়টি জানতে পেরে ২২ সেপ্টেম্বর রাতে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
২৩ তারিখ প্রথমে নিহতের বাবা একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পরে ২৮ সেপ্টেম্বর মেয়েটির বাবা আত্নহত্যা প্ররোচনার অভিযোগ এনে প্রেমিক বিষুকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পুলিশ শহরের নিতাইগঞ্জ থেকে বিষুকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।