ফতুল্লায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যাবার পথে চুরি করা ৪৯ হাজার ৭০০ টাকা সহ আরাফাত (১৯) নামক এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়বাসী।
আটককৃত আরাফাত পূর্ব গোপালনগর এলাকার মো. শাহ আলমের পুত্র। তবে এ সময় তার সহযোগী চোর সিফাত (২১), রিফাত (২০), সুজন (১৯) ও সফু (২২) পালিয়ে যায়।
মঙ্গলবার (৭ আগস্ট) রাতে ফতুল্লার নবীনগরস্থ “মা টেলিকম” নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি করে পালিয়ে যাওয়ার পথে স্থানীয় নৈশ প্রহরী সহ পথচারিরা আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এসময় আটককৃতের নিকট থেকে চুরি করা ৪৯৭০০ টাকা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় “মা টেলিকম” এর মালিক সোহানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আরাফাতসহ পালিয়ে যাওয়া সিফাত, রিফাত, সুজন ও সফুকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে যে, নবীবগরস্থ মা টেলিকমের মালিক মামলার বাদী সোহানুর রহমান তার মঙ্গলবার রাত এগারোটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাসায় চলে যায়। পরে রাত দেড়টার দিকে টিনের চালের নাটবল্টু খুলে ভিতরে প্রবেশ করে ক্যাশবাক্সে থাকা সাড়ে তিনলাখ টাকা চুরি করে।
এ সময় নৈশ প্রহরী জসিম উদ্দিন ও স্থানীয় মোঃ হোসেন বিষয়টি টের পেয়ে দৌড়ে আরাফাত কে আটক করে। এ সময় আরাফাতের নিকট থেকে চুরি করা ৪৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয় আরাফাত কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চুরি করার কথা স্বীকার করে বলে যে চুরি করা তিন লাখ টাকা তার অপর সহোযোগিরা নিয়ে পালিয়ে গেছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন মোল্লা জানায়, গ্রেপ্তারকৃত আরাফাতকে সাত দিনের রিমান্ড চেয়ে আাদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারসহ চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।