বাড়ি সিমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবন্ধী স্বামী/স্ত্রী উপর প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ সন্ত্রাসী পিতা/পুত্রসহ ৩ হামলাকারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে ওই হামলাকারিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত নুরুল হক ভূইয়ার ছেলে হুমায়ন কবির ভূইয়া (৫০) ও তার দুই ছেলে শাহাদাৎ ভূইয়া (২৫) ও নুরুল ইসলাম ভূইয়া (১৯)। এর আগে গত রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত প্রতিবন্ধী ইমরানের বড় বোন মাসুমা আক্তার মায়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৪(৯)২২।
তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলা কুশিয়ারা এলাকার আসলাম মিয়ার স্ত্রী মাছুমা বেগমের সাথে একই এলাকার মৃত নুরুল হক ভ’ইয়ার ছেলে হুমায়ন কবির ভূইয়ার সাথে র্দীঘ দিন ধরে বাড়ি সিমানা সংক্রান্ত বিরোধ চলছিল।
সিমানা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৪ সেপ্টেম্বর রোববার রাত ৮টায় প্রতিপক্ষ হুমায়ন কবির ভূইয়া ও তার স্ত্রী র্ঝনা এবং তাদের সন্ত্রাসী দুই ছেলে শাহাদাৎ ভূইয়া ও নুরুল ইসলাম ভূইয়া ক্ষিপ্ত হয়ে আমার প্রতিবন্ধী ভাই ইমরান (৩২) ও তার প্রতিবন্ধী স্ত্রী ফাহমিদা (২৫) কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে বেদম ভাবে কুপিয়ে নগদ ৩ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নেয়।
পরে আহতদের চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস মঙ্গলবার রাতে কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী পিতা/পুত্রসহ তিন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও পালিয়ে গেছে অপর আসামী র্ঝণা বেগম। পুলিশ গ্রেপ্তারকৃতদের দুপুরে ওই মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করে।