ফতুল্লার তল্লায় ছিনতাইকালে চার ছিনতাইকারীকে আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় ছিনতাইকারীদের নিকট থেকে দুটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
আটককৃত ছিনতাইকারীরা হলো- ফতুল্লা মডেল থানার তল্লা জামাই বাজারের মনিরের বাড়ীর ভাড়াটিয়া মৃত কুদ্দুস শেখের পুত্র মো. আলিনুর শেখ (২৬), একই এলাকার মাঈনুদ্দিনের ভাড়াটিয়া মৃত মান্নান পেদার পুত্র রাসেল পেদা(২৩), গফুর মেম্বারের ভাড়াটিয়া সাহাবুদ্দিনের পুত্র মো. রাসেদ খান (২৪) ও নব রবি ক্লাব সংলগ্ন আমিনুল হকের পুত্র শাকিল হক (২৪)।
সোমবার (৫ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে ফতুল্লা থানার তল্লা আজমেরী বাগস্থ জমজম টাওয়ারের সামনে নৈশ প্রহরীকে ছুরির ভয় দেখিয়ে ছিনতাই কালে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, চার ছিনতাইকারী তল্লা আজমেরীবাগস্থ জমজম টাওয়ারের সামনে নৈশ প্রহরী সিরাজুল ইসলাম (৫১) এর গলায় ছুরি ঠেকিয়ে তার সাথে থাকা টাকা ছিনতাইকালে সে ডাক-চিৎকার করে।
আশপাশের বাড়ীর লোকজন নৈশপ্রহরীর ডাক-চিৎকার শুনে বের হয়ে ধাওয়া করে চার ছিনতাইকারীকে আটক করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃত চার ছিনতাইকারীদের তাদের হেফাজতে নেয়। এসময় পুলিশ তাদের নিকট থেকে দুটি সুইচ গিয়ার উদ্ধার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয় এক চাউল ব্যবসায়ী বাদী হয়ে চার ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। চার ছিনতাইকারীকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।