নারায়ণগঞ্জ শহরের ২নং গেইট এলাকায় গিয়ে দেখা যায়, আলিতে গলিতেই ৩-৪ জন যুবক ইয়াবা নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রির জন্য। একটু ভিতরে ঢুকে দেখা যায়, ৪-৫ জন করে ৭-৮ টি দলে বিভক্ত হয়ে সেবন করছে ইয়াবা। ওখানে নানা শ্রেণীর লোকজন আসছেন আর ইয়াবা ক্রয় করে চলে যাচ্ছেন। অনেকে আবার ওখানেই সেবন করছেন। এই দৃশ্য চলে সকাল থেকে রাত অবধি।
২ নং রেল গেইট এলাকার মাদক ব্যবসায়ীরা হচ্ছে, ইমরান,দিপু,রুবেল এর ভাই নয়ন,অসত,ফর্মা উজ্জ্বল,শাহিন,ইমান,পুতুলি,দুলালি,বিল্লাল,তাছলি ও দুলালের মেয়ে অপর্না।
নারায়ণগঞ্জের ২ নং রেল গেইট এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। স্থানীয় দুই-চার জন রাজনৈতিক নেতার ছাত্র ছায়ায় প্রকাশ্যে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে মাদকের করালগ্রাসে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। মাদক ব্যবসায়ীদের কেউ বাঁধা দিলেই তাকে মারধর করে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেয় চক্রটি।
নারায়নগঞ্জের ২ নং রেল লাইনে অবাধে চলছে ইয়াবা সেবন। কোথাও একাকী কোথাও দলবেঁধে চলে মাদক সেবন। এমনকি দিনে দুপুরে সবার সামনেই প্যাথেড্রিনের মতো শিরায় নেয়ার মাদক গ্রহণের দৃশ্যও অস্বাভাবিক কিছু নয় এই এলাকায়।
স্থানীয় থান-কাপড় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়,এখানে ২৪ ঘন্টা মাদক পাওয়া যায়।এইসকল মাদক ব্যবসায়ীদের জন্য তাদের ব্যবসা করতে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়।এদের জ্বালায় কোন ক্রেতা এখানে আসতে চায়না।কারন তারা আসলেই তাদের বিভিন্ন ধরনের ছিনতাই,চুরির সম্মুখিন হতে হয়। তারা প্রশাসনের নিকট অতিদ্রুত এদের ব্যবস্থা নেয়ার জন্য পদক্ষেপ গ্রহন করতে হস্তক্ষেপ কামনা করেন।