বন্দরে সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে দুই নারীর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই দুই বিধবা নারী মজমপুর গ্রামের মৃত অজিত চন্দ্র দাসের স্ত্রী সাবিত্রী রানী (৩২) ও কামতাল গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী সেলিনা (৫০)।
গত শুক্রবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় লাঙ্গলবন্দ বাস¯ট্যান্ড সংলগ্ন এসি ফ্যাক্টরীর সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় ছিনতাইকারিরা তাদের কাছ থেকে কানের দুল ও গলার চেইনসহ নগদ সাড়ে ৪ হাজার টাকা এবং দুইটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
সাবিত্রী রানী জানান, লাঙ্গলবন্দ বাজার সদাই কিনে বাড়ি ফেরার পথে লাঙ্গলবন্দ বাস¯ট্যান্ডের উত্তর পাশে এসি ফ্যাক্টরীর সামনে পৌঁছালে কালো মাইক্রোবাস থেকে ৪ জন সাদা পোশাকে পুলিশ পরিচয়ে নানা তালবাহানা কথা বলে।
কিছু বুঝে ওঠার আগেই গলার চেইন, কানের দুল ও সাড়ে ৪ হাজার টাকা, মোবাইল সহ ব্যান্টি ব্যাগ ছিনিয়ে নেয়। এসময়ে পার্শ^বর্তী কামতাল গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী সেলিনা সামনে এগিয়ে আসলে তার কানের দুল টেনে নিয়ে যায়।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুব আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। মহাসড়কের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি গ্রেপ্তারে পুলিশের টহল ডিউটি অব্যহত রয়েছে।