ক্রেতা সেঁজে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ওরফে পাখী (৪৫) নামে এক চিহিৃত মাদক সম্রাটকে গ্রেপ্তার করছে বন্দর থানা পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে কুখ্যাত মাদক সম্রাট মাছুম প্রধানসহ আরো এক মাদক কারবারী।
অভিযান কালে পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ওরফে পাখী কাছ থেকে আতরের কৌটায় বিশেষ কৌশলে রক্ষিত ২’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ আগষ্ট) রাত ২টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগরস্থ জনৈক নজরুল মিয়ার রিক্সার গ্যারেজের সামনে থেকে মাদক ব্যবসায়ী পাখীকে গ্রেপ্তার করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম পাটুয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পাখী ও পলাতক আসামী কুখ্যাত মাদক সম্রাট মাছুম প্রধানসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৮(৮)২২।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ওরফে পাখী বন্দর থানার ২১নং ওয়ার্ডের সালেহনগর এলাকার করিম মিয়ার ছেলে। ও পলাতক মাদক সম্রাট মাছুম প্রধান একই এলাকার মৃত ছবির প্রধানের ছেলে ও অপর ধৃত আশরাফুল ইসলাম কালু একই এলাকার মৃত আক্কা প্রধানের ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম পাটুয়ারী গনমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পাখী ও পলাতক মাদক সম্রাট মাছুম প্রধান ও আশরাপুল ইসলাম কালু র্দীঘ দিন ধরে সালেহনগর এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে।
আমরা গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেঁজে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পাখী ও পলাতক আসামী মাছুম প্রধান ও কালুর মাদক আস্তানায় অভিযান চালিয়ে ২ পিছ ইয়াবাসহ পাখীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
ওই সময় অপর দুই মাদক সম্রাট মাছুম ও কালূ কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পাখীকে মাদক মামলায় শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।