বন্দরে ধামগড় ফাঁড়ি পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বুধবার (২৪ আগষ্ট) রাতে বন্দর উপজেলার মদনপুর মুড়ি মিলের সামনে থেকে উল্লেখিত ফেনসিডিল পরিতক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ী পুলিশ বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেছে।
তথ্য সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ধামগড় ফাঁড়ী এসআই জামিল ও তার সঙ্গীয় র্ফোস মদনপুর এলাকায় ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর মুড়ি মিলের সামনে অভিযান চালায়।
অভিযানের সময় স্থানীয় মাদক ব্যবসায়ীরা
পুলিশের উপস্থিতি টের পেয়ে জীবন বাঁচানোর জন্য একটি স্কুল ব্যাগে রক্ষিত ৫২ বোতল ফেনসিডিল ফেলে রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ ওই স্থান থেকে মাদক ব্যবসাযীদের ফেলে যাওয়া স্কুল ব্যাগ ভর্তি ফেনসিডিল উদ্ধার করে ।