নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যার পর পূর্বাচলের পলখান এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রদল। এতে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগ বাধা প্রদান করলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগের ৫ জন এবং ছাত্রদলের ৮ জন নেতাকর্মী আহত হয়। পরে রাতে আহত ছাত্রলীগ নেতা রাসেলকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসা প্রদানে বাধা দেন ছাত্রদলের লোকজন। এ সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেখান থেকে ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটক করে।
এ ঘটনায় শনিবার সকালে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা বাদী হয়ে ২৩ জন নামীয়সহ আরও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।