জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি বাসায় ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর বনানীর চেয়ারম্যানের কার্যালয় থেকে উত্তরার বাসায় ফেরার পথে খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনায় পতিত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
তিনি বলেন, বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি বাস জিএম কাদেরের গাড়িটিকে ডান পাশ থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় জিএম কাদের বুকে প্রচণ্ড আঘাত পান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতের খাবার ও প্রয়োজনীয় ওষুধ খেয়ে বিশ্রামে আছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার এসআই সাবরিনা রহমান মৌরি জানান, আমরা সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে জিএম কাদেরকে পাইনি। তবে শুনেছি উনি বুকে আঘাত পেয়েছেন এবং ওনার গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, চালকসহ বাসটিকে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ।