1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
সিদ্ধিরগঞ্জে শ্রমিকের মৃত্যুতে ক্ষতি পূরণের আশ্বাস দিয়ে বর্তমানে মালিকপক্ষ ক্ষতি পূরণ দিতে গড়িমসি করছে বলে অভিযোগ - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
না:গঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত না:গঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠি জমি দখল নিয়ে ছাত্র জনতার মানববন্ধনে নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে হামলার অভিযোগ  পুলিশের উপস্থিতিতেও যেন কমছে না চাষাড়া শহীদ মিনারে মারামারি আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন” টিআরসি পদে নিয়োগের Physical Endurance Test (PET) এর ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন ৭ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ ফতুল্লায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় ১জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ফতুল্লায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত ১জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ দেশের জনগণ চায় আগে সংস্কার পরে নির্বাচন

সিদ্ধিরগঞ্জে শ্রমিকের মৃত্যুতে ক্ষতি পূরণের আশ্বাস দিয়ে বর্তমানে মালিকপক্ষ ক্ষতি পূরণ দিতে গড়িমসি করছে বলে অভিযোগ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৮৮ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগরে নির্মাণাধীন দশতলা পার্ক টাওয়ার ভবনের ৭ তলার লিফটের অংশ দিয়ে পড়ে ফাহিম (১৪) নামের কিশোর এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে মালিক পক্ষ ক্ষতি পূরণের আশ্বাস দিয়ে বর্তমানে ক্ষতি পূরণ দিতে গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে।

 

এ নিয়ে নাসিক ৫ নং ওয়ার্ডের আইয়ুব নগর এলাকায় বেশ আলোচনা সমালোচনা চলছে। স্থানীয়রা মালিক পক্ষের এমন গড়িমসি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, নির্মাণাধীন পার্ক টাওয়ারের মালিক সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আমিনুল ও রিপনসহ ১৮ জন। তারা কোন ধরনের সেফটি ছাড়াই ভবনটির নির্মাণ কাজ চালাচ্ছিল। নিহত শ্রমিকের মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে ভবনের দশটি ফ্লাটের মালিক রিপন প্রথমে সাংবাদিকদের মিথ্যা তথ্য দেন।

 

মালিক পক্ষের দায় এড়াতে মূলত রিপন নামের ওই ভবনের ১৮ জনের একজন পার্টনার নিজেকে বিভিন্ন নামে বেনামে পরিচয় দিয়ে ঘটনা আড়াল করতে চান।

 

এদিকে নিহতের পরিবারের ভাষ্য ঘটনার পর থেকে এখন পর্যন্ত ঠিকাদার ইকবাল ও শ্রমিকলীগ নেতা কবির হোসেন যোগাযোগ করলেও ভবনের মালিক পক্ষের কোন লোকজন আমাদের সাথে কোন প্রকার যোগযোগ করেনি।

 

তবে ঘটনার দিন মালিক পক্ষের লোকজন আমাদের থানায় কোন অভিযোগ না দিতে বারন করেন। এবং আমাদের ক্ষতিপূরণের আশ্বাস দেন। তবে এ বিষয়ে জানতে মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

 

এ বিষয়ে ভবনের ঠিকাদার মো: ইকবাল হোসেনের সাথে যোগযোগ করলে তিনি বলেন, আমি ভবনটির নির্মাণকাজের দায়িত্ব পালন করছি। আমি দূর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিলাম না। খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ঘটনার পর থেকে বহুবার মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন সাড়া পাইনি।

 

তাই কোন উপায় না পেয়ে আমি শ্রমকিলীগ নেতা কবির হোসেনের দারস্থ হই। তারপর সে ঘটনাস্থলে এসে নিহতের পরিবারকে মালিক পক্ষের সাথে কথা বলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। কিন্তু আমি ব্যাক্তিগত ভাবে তাদের ক্ষতিপূরণ দিতে চাইলেও মালিক পক্ষ এ নিয়ে গড়িমসি করছে।

 

মালিক পক্ষের দাবি নিহতের ক্ষতিপূরণ আমি একাই বহন করবো। শুনেছি ভবনটির ১৮ জন মালিকের মধ্যে সবাই ক্ষতিপূরণ দিতে চাইলেও প্রকৌশলী আমিনুল ইসলাম ও রিপন ক্ষতিপূরণ দিতে গড়িমসি করছে বলে জানান ঠিকাদার ইকবাল। তিনি আরও বলেন, তারা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে এখন শুধু সময় পরিবর্তন করছে।

 

উল্লেখ্য, গত বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নং ওয়ার্ডের আইয়ুব নগর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থলেই ওই কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ফাহিম কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার তারাচু গ্রামের মো: মনির হোসেনের ছেলে।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হয়েছে। শুনেছি মালিক পক্ষের সাথে নিহতের পরিবারের মাঝে সমঝোতা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আমার আর জানা নেই।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL