1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
ফতুল্লা থেকে চুরি হওয়া গাড়ি চাঁদপুর থেকে উদ্ধার - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন, নেই শৃঙ্খলাপ্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড বৃষ্টিতে ভিজেও মানবিক সচেতন মূলক কাজ করে যাচ্ছেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা  সকাল নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে দিপা হাসেম এর জন্মদিনে শুভেচ্ছা বন্দরে আতাউর রহমান মুকুলের ওপর  হামলা, এড. মতিনের তীব্র নিন্দা এখন সময় দেশ মাতৃকার সেবা করার” — ডা. মজিবুর রহমান হজ শেষে দেশে ফিরলেন ৬০,৫১৩ হাজি মহররম ও আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক কি? রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ায় চার দলীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির

ফতুল্লা থেকে চুরি হওয়া গাড়ি চাঁদপুর থেকে উদ্ধার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৩১ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

ফতুল্লার ভুইগড় থেকে যমুনা গ্রুপের জিএম (স্পিনিং) যমুনা ইন্ড্রাসট্রিয়াল পার্ক মাধবপুর হবিগঞ্জে কর্মরত মো. বাহার উদ্দিন (৪৪) এর প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৪-৯৬১৯)  টি চুরি হওয়ার সাত দিন পর চাঁদপুরের উত্তর মতলব থেকে উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৬ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলার উত্তর  মতলব থানার নন্দলালপুরের রাস্তার পাশ  থেকে প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ। তবে  এসময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে ৩১ জুলাই  শনিবার প্রাইভেট কার চুরির অভিযোগ এনে মো. বাহার উদ্দিন ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

মামলার বাদী বাহার উদ্দিন ফতুল্লা মডেল থানার ভুইগড়গিরিধারা আবাসিক এলাকার ভাড়াটিয়া (টুইন টাওয়ার ৪র্থ তলা) মৃত আব্দুল হকের পুত্র।

 

মামলায় উল্লেখ করা হয়, বাদী বাহার উদ্দিন  যমুনা গ্রুপের জিএম (স্পিনিং ) যমুনা ইন্ড্রাসট্রিয়াল পার্ক মাধবপুর হবিগঞ্জে কর্মরত রয়েছে। তিনি  বিগত ৫ বছর ধরে বাদীর কর্মরত প্রতিষ্ঠানের  সাদা রংয়ের এক্স করোলা মডেলের প্রাইভেট কার (রেজিঃ নং ঢাকা মেট্রো গ-১৪-৯৬১৯)  ব্যবহার করিয়া আসিতেছে।

 

প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের মতো ২৮ জুলাই বৃহস্পতিবার  রাত সাড়ে আটটার দিকে গিরিধারাস্থ বাসায় মাধবপুর হইতে আসি। প্রাইভেট কার টি বাসার নিচে পাকিং করিয়া রেখে সে বাসায় যায়।শুক্রবার(৩০ জুলাই) রাত তিনটার দিকে জানালা দিয়ে বাদী তার প্রাইভেট কারটি যথাযথ স্থানে দেখতে পেয়ে  ঘুমিয়ে পরে।

 

ভোর সাড়ে পাচটার দিকে প্রাইভেট কার চালক হরিপদ বাসার নিচে এসে দেখতে পায় প্রাইভেট কারটি নেই। ধারনা করা হচ্ছে রাত সাড়ে তিনটা থেকে ভোর পাচটার মধ্যে কে বা কারা প্রাইভেট কারটি চুরি করে নিয়ে গেছে।

 

প্রাইভেট কার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফ পাঠান মুঠোফোনে জানান, ৩০ জুলাই ভোর রাতের দিকে প্রাইভেট কারটি চুরি হয় বাদীর  গিরিধারাস্থ বাসার নিচ থেকে।একদিন পর মামলা দায়ের হয়। এর দুএকদিন পর মামলার বাদীর মোবাইলে একটি ফোন আসে।

 

ফোনের অপর প্রান্ত থেকে বাদী কে ফোন করে বলা হয় তিন লাখ টাকা প্রদান করা হলে চুরি যাওয়া প্রাইভেট কারটি তাকে ফেরৎ দেওয়া হবে।

 

সেই ফোন কলের সূত্র ধরেই তথ্য প্রযুক্তি মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে শনিবার বিকেলে চাদপুর জেলার উত্তর  মতলব থানার নন্দলালপুরের রাস্তাট পাশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL