নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা বাস থেকে এক ডাকাতকে আটক করা হয়।
আজ ০৪.০৮.২০২২ইং ভোরে বাসে ডাকাতি করতে যেয়ে ১জন আটক। ভোরে বুড়িগংগা বাসটি যখন সাইনবোর্ড অতিক্রম করে তখন ৩জন লোক বাস থামিয়ে বাসে প্রবেশ করে। বাস চালকও বুঝতে পােরে নাই তারা যে ডাকাত। ডাকাতদের মধ্যে একজন বাসের চালককে গলায় ছুড়ি আটকে রাখে।
বাসে যাত্রীর সংখ্যা ছিলো অন্যদিনের চেয়েও বেশি। ২/৩জন যাত্রী ডাকাতদেরকে বাঁধা দেয়। একটা পর্যায়ে ডাকাতরা নাজেহাল হয়ে পড়ে। সেখান থেকে ২জন ডাকাত পালাতে সহ্মম হয়।
ডাকাত সদস্যদের ১জনকে আটক করা হয়। ডাকাতকে সহকারে বাস চাষাড়া আর্মি মার্কেটের বাস টার্মিনালে এসে পৌছায়।
আটককৃত ডাকাত দলের সদস্যের নাম হলো নাছির উদ্দিন (৩২), পিতাঃ নুরুল হক, বাড়ী- বরিশাল। বাস টার্মিনালে ডাকাত সদস্য নাছিরকে এনে বেদম মারধর করেন পরিবহন লোকজন।
ডাকাত নাছিরের কাছ থেকে জানতে চাওয়া হলো তাদের কতো সদস্যের গ্যাং। জবাবে সে জানায় তাদের ৫জনের একটি গ্যাং আছে।
এদের মধ্যে সেন্টু, আলমগীর, সৈকত, সমীর ও সে একজন। আজকে তার সাথে ছিলো সমীর ও আলমগীর।
গত ২.০৮.২০২২ইং তারিখে তারা একটি বাস থামিয়ে ১৪হাজার টাকা নিয়ে গেছেন। স্বীকারক্তিতে নাছির আরো জানালো যে, তারা যাত্রীদের কোন হ্মতি করেন না।
এসময় এখানে উপস্থিত ছিলেন, পরিবহন মালিক সমিতির জনাব দিদারুল আলম, জনাব সেন্টুসহ আরো অনেকে।