ফতুল্লায় ঝুট সেক্টর দখল করতে ব্যবসায়ী তরিকুল ইসলামের উপর হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফাহিম গং। হামলায় সন্ত্রাসীরা তরিকুলকে মারধর করে রক্তাক্ত জখম করে।
ঘটনাটি ঘটে ফতুল্লার শাসনগাঁয়ে মঙ্গলবার দুপুরে । এ ঘটনায় আহত তরিকুল নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) থেকে চিকিৎসা নিয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ শাসনগাঁয়ে বাড়ির পাশের এক গার্মেন্টস থেকে জুট ক্রয় করে নিজ ব্যবসা পরিচালনা করে আসছিলো তরিকুল ইসলাম। কিন্তু হঠাৎ স্থানীয় সেলিম দেওয়ানের ছেলে ফাহিম (২৩) সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সন্ত্রাসী প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপচেষ্টা করে তার ব্যবসায় বাধাঁ প্রদান করে।
এতে তরিকুল তাদের বেশ কয়েকবার তাদের বোঝানোর চেষ্টা করলেও ফাহিম ও তার কিশোর গ্যাং এর অজ্ঞাত নামা ৮/১০ জন সহযোগী তাকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালি গালাজ সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এরই ধারাবাহিকতায় গত ২ আগষ্ট সোমবার দুপুরে উল্লেখিত গার্মেন্টস থেকে বরাবরের মতো জুট নামাতে গেলে ফাহিম সহ তার কিশোর গ্যাং এর অজ্ঞাত নামা ৮/১০ জন সহযোগী দেশীয় ধারালো অস্ত্রে সু-সজ্জিত হয়ে আচমকা তরিকুল ইসলামের উপর আক্রমন করে এবং এলো পাথাড় কিল, ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত জখম করে।
এসময় ফাহিম হত্যা করার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো সুইচ গিয়ার ছুড়ি দিয়ে তরিকুলকে এলোপাথারি পোচাইলে তার আতৎচিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে ব্যর্থ হয় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি প্রদান করে সেখান থেকে চলে যায়। পরে স্থানীয়রা আহত তরিকুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে যায়।
এ বিষয়ে আহত তরিকুল ইসলাম বলেন, সারা দেশে কিশোর গ্যাং এখন এক আতঙ্কের নাম। ফাহিম এলাকায় কিশোর গ্যাং এর লিডার। এছাড়াও এলাকায় দীর্ঘদিন যাবত ফাহিম ও তার সহোযোগিরা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এলাকার যুব সমাজকে ধ্বংস করছে।