নারায়ণগঞ্জ ফতুল্লা থানার ভূইঘর পূর্বপাড়া এলাকায় সৈকত স্মৃতি টুর্নামেন্ট ১৫ ই আগস্ট থেকে এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
নারায়নগঞ্জের ভূইঘর এলাকার রূপায়ন গেইট সংলগ্ন পাইপ ফ্যাক্টরির মাঠে এই ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্টের এন্ট্রি ফি ১০০০ টাকা জমা দেয়ার সেশ তারিখ ১০ই আগস্ট।
টুর্নামেন্টে নিম্নোক্ত নিয়মাবলি প্রদান করা হয় :
১.খেলোয়ার সংখ্যা ৫জন,এর বাহিরে অন্য কেও খেলতে চাইলে ২০০ টাকা জরিমানা দিতে হবে।
২.রেফারির সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য করা হবে,রেফারির সাথে কেও খারাপ ব্যবহার করলে জরিমানা করা হবে।
৩. প্রতি দলকে মাঠে ১৫ মিনিট আগে উপস্থিত থাকতে হবে,নয়ত দেরি করল অপর দলকে বিজয়ী ঘোষনা করা হবে।
৪.প্রত্যক দলের নিজস্ব জার্সি বাধ্যতামূলক।
৫.প্রত্যক ম্যাচে খেলা শুরু হওয়ার আগে ৭ জন প্লেয়ারের নাম কমিটিকে জানাতে হবে।
৬.হলুদ কার্ডের জরিমান ৫০ টাকা, লাল কার্ডের জরিমানা ১০০ টাকা। ২টি হলুদ কার্ড এবং ১ টি লাল কার্ড পাওয়া প্লেয়ার পরবর্তী ম্যাচে নিষিদ্ধ।
৭.প্রতিপক্ষের সাথে দ্বন্দে জড়ালে ম্যাচ পরিত্যাক্ত হবে।
৮.ফিক্সার দেয়া হবে ১০ই আগস্ট,উদ্বোধনী ম্যাচ ১৫ ই আগস্ট।
৯.প্রতি ম্যাচে ম্যান অব দা ম্যাচ পুরষ্কত করা হবে।
পরিচালনায় আছেন শিপু,আকাশ,শরিফ,রিয়াজ,শাকিল,নূর আলম।
সার্বিক সহযোগীতা ও তত্ত্বাবধানে আছেন, আল-আমিন সোহেল,আরিফ,রিয়াদ,মোজ্জামেল,বাবু,নাইম,নাহিদ,পুলক,সৌরভ,লিমন,হৃদয়,মিথিল,সোহাগ,রানা,রাকিব,সামি,আহাদ,আরাফাত,স্বপ্নিল,মেহেদি ও দিহান।
যোগাযোগঃ
১.আকাশ,মোবাঃ ০১৯৫৯৭৬৩৬৪৩
২.শরিফ,মোবাঃ০১৮৪৮০৭৬৪৬১
৩.নূর আলম,মোবাঃ০১৮৮৯৮০৬৪০০
সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ রাতে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচে চিয়ারলিডার থাকবে।