বন্দরে দিন দুপুরে আবারও অটো মিশুক চুরি ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টায় বন্দর থানার ২৪নং ওয়ার্ডস্থ চৌরাপাড়া এলাকার কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই অটো মিশুক চুরি ঘটনাটি ঘটে। অনেক স্থানে খোঁজাখুজি করে চুরিকৃত অটো মিশুকের কোন সন্ধান না পেয়ে এ ঘটনায় অটো মিশুক চালক রাসেল মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি চুরি অভিযোগ দায়ের করে।
অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ চোরাইকৃত অটো মিশুক উদ্ধারের জন্য বন্দরে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে। তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার দক্ষিন কুলচরিত্র এলাকার আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে রাসেল মিয়া জিবীকার তাগিদে দীর্ঘ দিন ধরে অটো মিশুক চালিয়ে আসছে। প্রতিদিনের ন্যায় বুধবার পৌনে ১১টায় অটো মিশুক চালক রাসেল মিয়া টিপ নেওয়ার জন্য চৌরাপাড়া কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে দাঁড়িয়ে ছিল।
ওই সময় অজ্ঞাত নামা এক ব্যাক্তি সাথে গাড়ী ভাড়া নিয়ে দরকষাকশি করার সময় অজ্ঞাত নামা আরো এক চোর ওই সুযোগে সুকৌশলে অটো মিশুক গাড়ীটি উল্লেখিত স্থান থেকে চুরি করে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে এ রির্পোট লেখা পর্যন্ত
চোরাইকৃত অটো মিশুক গাড়ী উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।