বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারি সব পর্যায়ে খরচ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বন্ধ রাখতে বলেছেন কম গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়ন।
সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, প্রধানমন্ত্রী কম গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। প্রকল্পগুলোকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করে অর্থ খরচের কমানোর নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। কম গুরুত্বপূর্ণ কেনাকাটাও বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জরুরি না হলে, সরকারি খরচে কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।
এ সময়, সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে বিদ্যুৎসহ সব সেবা ব্যবহারে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয় প্রান্তে যুক্ত হয়ে মন্ত্রিপরিষদের সভায় দূর্বিত্তের হাতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজে আবের স্মরণে শোক প্রস্তাবে বক্তব্য প্রদান করেন।