পররাষ্ট্রমন্ত্রী আপত্তির ১ ঘণ্টার মধ্যে ফেসবুক পেইজ থেকে বাংলাদেশের পতাকার বিকৃত ছবি সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন। রোববার ছবিটি সরানো হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।
এরপরই পাকিস্তান হাইকমিশনকে ওই ছবিটি সরাতে বলে বাংলাদেশ। সকালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ব্রিফিংয়ে আপত্তি জানিয়ে বলেন, “গ্রাফিক্সের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের জাতীয় পতাকাকে একীভূত করে প্রকাশ করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন। সেটা আমাদের পছন্দ হয়নি”।
এসময় তিনি বলেন, পাকিস্তান প্রতিটি দেশের পতাকা নিয়ে বিভিন্ন মিশনের পেজে ছবি আপলোড করেছে। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের মিশনে তাদের অর্ধেক পতাকা, আর সেসব দেশের পতাকার ছবি এক সঙ্গে দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা তাদের (পাকিস্তান) বলেছি, এটা আমাদের পছন্দ নয়। তারা জানিয়েছে, তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেনি।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি তার মুঠোফোনে বেশ কয়েকটি দেশের সঙ্গে পাকিস্তানের পতাকার ছবিও দেখান।
উল্লেখ্য, গত ২১ জুলাই বেলা ১টা ৩৮ মিনিটে ঢাকার পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের কভার ফটো হিসেবে ওই গ্রাফিক্সটি পোস্ট করা হয়। সেখানে গ্রাফিকস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। ছবিটি পোস্ট করার পরপরই আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এরপরই এ নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী