সকাল নারায়ণগঞ্জ
মন্ত্রিসভার সদস্যদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভার তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার (১৯ জুলাই) একনেক সভায় গ্রামীণ সড়কের মান ভালো রাখার বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রকল্প লাভজনক হলে মুনাফা সরকারি কোষাগারে জমা দিতে হবে। অপচয় ও দুর্নীতি রোধ করতে হবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ১৫ হাজার ৮৫৬ কোটি টাকা।
সভায় মেট্রোরেল প্রকল্পের মেয়াদ ও খরচ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী মেট্রোরেলের ল্যান্ডিং স্টেশনে গাড়ি পার্কিংয়ের জন্যে পর্যাপ্ত জায়গা রাখার অনুশাসন দিয়েছেন। মতিঝিল ছাড়িয়ে মেট্রোরেলের রুট এগিয়ে নেয়া হচ্ছে রাজধানীর কমলাপুর পর্যন্ত। এতে ব্যয় বাড়বে প্রায় ১১ হাজার কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশের কাজ প্রায় শেষ।
জানানো হয়, মেট্রোরেলের রুট কমলাপুর পর্যন্ত সরিয়ে নেয়ায় প্রকল্পের কাজ বেড়েছে। তাই নতুন স্টেশন প্লাজার জন্য ভূমি অধিগ্রহণ, সিভিল ওয়ার্কস ও বিদেশি ঋণের সুদসহ কয়েকটি খাতে খরচ বাড়বে।