সকাল নারায়ণগঞ্জ
রোববার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের পর ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবারও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করছেন মুসলমানরা।
পারিবারিক ঐতিহ্য, কোরবানি দিতে কসাই না পাওয়ায় কিংবা গতকাল গরু কোরবানি করলেও আজ ছাগল কোরবানি করছেন রাজধানীবাসী।
ইসলামের বিধানে ঈদুল আজহায় ঈদের দিন (১০ জিলহজ) ছাড়াও পরের দিন ১১ জিলহাজ ও তৃতীয় দিন ১২ জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত পশু কোরবানি করতে পারবেন মুসলমানরা।
এদিকে ঈদের দিন কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নকর্মীরা। তবে ঢাকায় ঈদের প্রথম দুই দিনের মধ্যেই পশু কোরবানি সম্পন্ন করতে আহ্বান জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
অন্যদিকে, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও সরাসরি তদারকি করছেন মেয়র মো. আতিকুল ইসলাম।