সকাল নারায়ণগঞ্জ
বেশ কয়েকদিন ধরেই ক্ষনে ক্ষনে বৃষ্টি থাকলেও দিনের শুরুতে রাত অবদি ভ্যাপসা গরমের অনুভতি হচ্ছে। এর মধ্যে দেখা দিয়েছে লোডশেডিং।
দিনের মধ্যে একাধিকবার লোডশেডিংয়ে অতিষ্ট নগরবাসী।
দুই তিন যাবৎ সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লোড শেডিং।
ভোর পৌনে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং ছিল। যার পরে সকাল ১১টায় আবারও লোডশেডিং দেয়।
এছাড়াও উকিলপাড়া, গলাচিপা, নন্দিপাড়া, আমলাপাড়া সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বিদ্যুতের লোডশেডিং রয়েছে। হঠাৎ করে বিদ্যুতের এ লোড শেডিং বেড়েছে দাবি নগরবাসীর।
বন্দর ঝাউতলা এলাকার বাসিন্দা বিদ্যুৎ হোসেন বলেন, ‘আগে এমন হয়নি। এখন প্রায় প্রতিদিনই বিদ্যুৎ যাচ্ছে। রাত কি দিন যখন তখন ৩ থেকে ৪ বারও যাচ্ছে। প্রথমে আমি এটাকে যান্ত্রিক ত্রুটি ভাবলেও এখন মনে হচ্ছে লোডশেডিং। কারণ, প্রতিদিন তো আর যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ যাবে না।’
তিনি আরো বলেন,‘যখন বিদ্যুৎ যাচ্ছে তখন প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পরে আসছে।
৬টায় বিদ্যুৎ চলে গেছে আর আসছে সাড়ে ৭টায়। তারপর আবারও সকাল ১১টার দিকে গিয়ে ৩০ থেকে ৪০ মিনিট পরে আসছে। এর আগেও এভাবে বিদ্যুৎ যাচ্ছে আর আসছে।’
আমলাপাড়া এলাকার ব্যবসায়ী বলাই সাহা সকাল নারায়ণগঞ্জ কে জানান,‘সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার বিদ্যুৎ যাচ্ছে। কোন কোন সময় ৩০ মিনিট কি তার বেশি সময় পরেও আসছে।’
তিনি বলেন,‘এটা লোডশেডিং নিশ্চিত। কারণ এর আগে যখনই বিদ্যুতের লাইনের মেরামত কিংবা কোন কারণে বন্ধ থাকে তখন মাইকিং করে জানিয়ে দেয়। এখন তো আর সেটা করে না। হুটহাট বিদ্যুৎ চলে যায়।’