সকাল নারায়ণগঞ্জ:
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়নগঞ্জ জেলার সাধারন সম্পাদক শিখন সরকার শিপন জাতি,ধর্ম,বর্ন নির্বিশেষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব হিসেবে চিহ্নিত।ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এই উৎসব মহাসমারহে ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে।দীর্ঘ সময়কাল বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করার পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে প্রধানত এই উৎসব আয়োজিত করা হয়ে থাকে।
রথের ওপর দেবতাদের মূর্তি (যথাক্রমে বলরাম জগন্নাথ এবং সুভদ্রা) স্থাপন করে রথ চালানো হয়।আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় , আর একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তন যাকে আমরা বলি,’ উল্টো রথ’। প্রথম দিন যেই স্থানটি থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয়, আটদিন পরে আবার সেখানেই এনে রাখা হয়।