সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
ফতুল্লাস্ত মেহেন্দিগঞ্জ সমিতির উদ্যোগে- মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান আলহাজ্ব মোস্তফা কামাল ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হওয়ায় এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রামার বাঘ, মোস্তফা কামাল সেন্টারের ২য় তালার, হল রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লাস্ত মেহেন্দিগঞ্জ সমিতির আহবায়ক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, সভা পরিচালনা করেন সদস্য সচিব আনিছুর রহমান মাষ্টার, বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবদুল কাদের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন, বাদল খান,মিজান, মালেক, কামাল হোসেন সহ অনেকে।
মোস্তফা কামাল বলেন, আমরা যাহারা বিভিন্ন জেলা থেকে এসে ফতুল্লায় বাসা-বাড়ি করে স্থায়ী কিংবা অস্থায়ী ভাবে বসবাস করতেছি আমাদের সকলের ঐক্য বদ্ধ ভাবে থাকতে, আমি আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবো।
আলোচনা শেষে সংগঠনের পক্ষথেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।