সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
মহান বিজয় দিবস উপলক্ষে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, মাদক, ধর্ষণ, কিশোর গ্যাং,প্রবাসীদের সমস্যা সমাধানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ,২২/১তোপখানা রোডে এই আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সকাল নারায়ণগঞ্জ অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছায়ানুর তালুকদারকে সম্মাননা প্রদান করা হয়। কোভিড-১৯ বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি এ্যাড. সোহানা মহিউদ্দিন ও বিশেষ অতিথিরা তার হাতে এই সম্মাননা স্বারক তুলে দেন।
জনাবা নারগিস মাকসুদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড.সোহানা মহিউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক, মুন্সীগন্জ জেলা আওয়ামী লীগ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিঃ মোঃ আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোশারফ হোসেন খান চৌধুরী, জনাব এম এ মতিন এমবিএ, জনাব ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সরকার (সোহেল), জনাব মোঃ মোস্তফা কামাল, জনাব এ্যাড. মোঃ আতিকুর রহমান খাঁন, জনাব এম এ গনি, জনাবা কামরুনাহার লিপি, জনাব মোঃ রুহুল আমিন মোল্লা, জনাবা শারমিন হাবিব বিন্নী, জনাবা আইরিন রিয়া, জনাবা ডাঃ নুরজাহান, জনাব কাজী তারিক আহাম্মেদ, জনাবা মনোয়ারা বেগম, জনাব মোঃ বাবুল দেওয়ান।
অনুষ্ঠান পরিচালনা করেন, জনাব মোঃ মোমেন ইসলাম ও জনাব মোশারফ হোসেন।
অনুষ্ঠানে মুল্যবান বক্তব্য রাখেন, ফেরদৌসি আক্তার রেহানা, বাবুল দেওয়ান,মিজানুর রহমান মিজান,সর্নালি আক্তার,মোঃ শাহরাফাত ইসলাম,মোঃপারভেজ,এবং বিশেষ অতিথি মোঃ মোশাররফ হোসেন