1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
জিনের বাদশা পরিচয় দিয়ে নগদ-স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নূরকে আহত বা বীর মুক্তিযোদ্ধাদেরকেআটকের ঘটনা নব্য ফ্যাসিজমের আস্ফালন খানপুরে জমজমাট ফুটবলের আসর, শুরু হচ্ছে খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ সিজন-৭ আপনি কোন কচু এটা দেখার সময় বাংলাদেশের জনগণের নাই, মুফতি মনির হোসাইন কাসেমী দেওভোগে মসজিদে ডাকাতি ! খাদেম রক্তাক্ত আহত ১৪ সেপ্টেম্বর শুরু জাতীয় ক্রিকেট লিগ তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে ৮ দাবি নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমার বদলি স্থলাভিষিক্ত হবেন জসীম উদ্দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা নজরুল পদক ও সার্টিফিকেট প্রদান  এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান  মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূ রঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার

জিনের বাদশা পরিচয় দিয়ে নগদ-স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৩০৬ Time View
জিনের বাদশা পরিচয় দিয়ে নগদ-স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
জিনের বাদশা পরিচয় দিয়ে নগদ-স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জে’র বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনে কথাবার্তা বলে জিনের বাদশা পরিচয় দিয়ে নগদ-স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) সারাদিনব্যপী ডিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মুন্নাফ (৩৬) পিতা হযরত আলী সরদারকে গাইবান্ধা থেকে, তৌহিদ (২৩) পিতা জহিরুল ইসলামকে বন্দরের মদনপুর থেকে এবং তাদেও তথ্যমতে শিপু চন্দ্র মহত্ব ৩ে৫) পিতা ধরিান্দ্রনাথ মহত্বকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ২৪ নভেম্বর রোববার বিকাল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে এসব তথ্য জানায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, গত ইং ১৯/০৬/১৯ তারিখ হইতে ২৮/০৬/১৯ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে মোবাইল ফোনে কথাবার্তা বলে জিনের বাদশা পরিচয় দিয়ো মনোয়ারা বেগম এর নিকট হইতে বিকাশের মাধ্যমে নগদ ৩,৮০,০০০/- (তিন লক্ষ আশি হাজার) টাকা এবং ২০(বিশ) ভরি স্বর্ণের গহনা অজ্ঞাত পরিচয়ে জিনের বাদশা নিজেই হাতিয়ে নেয়। মনোয়ারা বেগম সাথে জিনের বাদশা ধর্মীয় উপদেশাবলী কথাবার্তার মাধ্যমে উক্ত টাকা ও স্বর্ণালংকার প্রতারনামূলকভাবে আত্মসাৎ করে।

এই ঘটনায় মনোয়ারা বেগমের ছেলে ডা. মাহমুদুল হাসান বাদী হইয়া এজাহার দায়ের করে ফতুল্লা মডেল থানায়। মামলা নং-৩০, তাং-১৫/১০/১৯ইং, ধারা-৪০৬/৪২০/১০৯ দঃ বিঃ রুজু হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে আত্মসাৎকৃত ২০(বিশ) ভরি গলিত স্বর্ণ উদ্ধার করে। আসামীগন পেশাদার জিনের বাদশা চক্রের সক্রিয় সদস্য। তাহারা একাধিক রেজিস্ট্রেশন বিহীন ভুয়া সীম ব্যবহার করে জিনের বাদশা পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকার লোকজনকে প্রতারনামূলক ধর্মীয় কথাবার্তা বলার মাধ্যমে তাহাদের ভক্ত বানাইয়া তাহাদের টাকা পয়সা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL