সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
সিটি কর্পোরেশনের ড্রেনের পানিতে ঘরবাড়ি ডুবে জন দুর্ভোগ।
টানা বর্ষণে নাসিক এর বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন এলাকায় পানিতে ডুবে গেছে। নাসিক এর অন্তর্ভুক্ত ডনচেম্বার, মিশনপাড়া, কলেজরোড, উকিলপাড়া, নন্দীপাড়া, দেওভোগ এসব এলাকায় পানিতে ডুবে আছে। এছাড়াও চাষাড়া শহীদ মিনার থেকে মডার্ণ পর্যন্ত পানিতে ডুবে আছে। পানি যাওয়ার কোনো রাস্তা নেই বিধায় ড্রেনের পানিও রাস্তায় জমে আছে।
কোথাও হাটু পানি আবার কোথাও কোমর সমান পানি। এলাকায় ড্রেন না থাকায় পানি সরতে পারছে না বলেই চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে স্থানীয়দের।
বৃহস্পতিবার (১৮ জুন) নাসিক এর বিভিন্ন এলাকায় দেখা মিলে এমন দৃশ্য। অনেকের বসতঘরে পানি উঠেছে। ঘরের আসবাব পত্র তলিয়ে আছে পানির নিচে। বিশেষ করে ডিএনডি এলাকার ঘরে ঘরে বৃষ্টির পানি ঢুকেছে। ফলে মানুষ পড়েছে নিদারুণ কষ্টে।
জানা যায়, বুধবার (১৭ জুন) মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত একটানা বর্ষণের কারনে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায়।এছাড়া অলিগলিতে হাটু সমান পানি ঝমে।
নাসিক এর বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছে জানা যায়, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে, অনেকের বাসায় পানি ঢুকেছে। পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে তারা।
এসময় তারা আরও জানান, মাত্র বর্ষাকাল শুরু এখনি একদিনের বৃস্টিতে পানিবদ্ধ হয়ে পড়ছি আমরা। বর্ষাকালের বাকি সময়টা নিয়ে আমরা শংকিত। এত কোটি টাকা খরচ করে সরকার ডিএনডির জলবদ্ধতা নিরসনে কাজ করছে তার নমুনা কি এটা?