সকাল নারায়ণগঞ্জঃ
তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়নগঞ্জ ভার্চুয়াল কোর্টে গত ১ মাসে ৩২৮ টি মামলার জামিন শুনানী হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি এড.ওয়াজেদ আলী খোকনের স্বাক্ষরীত একটি নোটিস থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়।
স্বাক্ষরীত নোটিসে জানানো হয়,গত ১২ মে থেকে আজ ১১ জুন পযন্ত ৩২৮ টি মামলার শুনানির মধ্যে ১৮৩ টি মামলায় ২১০ জনের জামিন মঞ্জুর হয়েছে ও ১৪৫ টি মামলায় মঞ্জুর হয়েছে।এর মধ্যে বেশিরভাগ মামলা ছিলো মাদক,ডাকাতি,চুরি,ছিনতাই,যৌতুক ও শ্লীতহানিতা।
প্রসঙ্গত,১০ মে নোটিশে উল্লেখ থাকে, উপর্যুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অধ্যাদেশ ২০২০( অধ্যাদেশ নং-০১,২০২০)এর নির্দেশনা মোতাবেক ভার্চুয়াল কোট এর মাধ্যমে জরুরী জামিন বিষয়সমূহ শুনানীর লক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ এর [email protected] ই-মেইল এ জামিন সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে।
আবেদনের সময় সংশ্লিষ্ট আইনজীবীর নাম, ই-মেইল, ফোন নম্বর, আইডি নং ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট আইনজীবীকে শুনানীর তারিখ ও ভার্চুয়াল কোটের লিঙ্ক ই-মেইল / SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে।